বাংলাদেশ, জেলার সংবাদ

বঙ্গবন্ধুর স্মরণে ৪৬ বছর কালো পোশাকে খালি পায়ে ইসহাক

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৭ই আগস্ট ২০২১ ০১:১৪:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরগুনার ইসহাক শরীফ। বয়স একশ' ছুঁই ছুঁই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, দেশপ্রেম ও বলিষ্ঠ নেতৃত্বের ভক্ত।

৭৫-এ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর শোকে ভেঙে পড়েন ইসহাক। ৪৬ বছর ধরে কালো পোশাক ও খালি পায়ে কাটিয়েছেন এই মুজিব প্রেমিক।

পেশায় দিনমজুর-বরগুনার তালতলী উপজেলার ছোট বগি ইউনিয়নের মোহাম্মদ ইসহাক শরীফ। মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেননি ইসহাক। তবে, যখন যেভাবে পেরেছেন তথ্য দিয়ে সহযোগিতা করেছেন মুক্তিযোদ্ধাদের। আর ইসহাকের ধ্যানে, জ্ঞানে শুধুই বঙ্গবন্ধু।

মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব, ৭ই মার্চের ভাষণ, তার আদর্শ ও দেশপ্রেমে মুগ্ধ হয়েছিলেন ইসহাক। মনের অজান্তেই বঙ্গবন্ধুর প্রতি অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা তৈরি হয় ইসহাকের মনে।

বঙ্গবন্ধুর যে কোন কর্মসূচি থাকলেই সেখানে হাজির হতেন তিনি। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার খবর শুনে পাগল হয়ে ছুটে গিয়েছিলেন ধানমণ্ডির বাসভবনে। তবে, মিলিটারির ভয়ে ফিরে আসেন বরগুনায়।

এরপর থেকে শোকের প্রতীক হিসেবে কালো পোশাক ও খালি পায়ে ৪৬ বছর কাটিয়েছেন ইসহাক। মোহাম্মদ ইসহাক শরীফ বলেন,'নেতাকে মেরে ফেলেছে। আমি সেখানে যেয়ে দেখি অবস্থা খারাপ। আমি সেখান থেকে চলে এসেছি। এরপর থেকে আমি আমরা কাজকর্ম করি। তবে আমি কালো পোশাক পরি।'

এলাকাবাসীর কাছে তিনি একজন মুজিব পাগল হিসেবেই পরিচিত। তার শেষ ইচ্ছা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একবার কাছ থেকে দেখা। এলাকাবাসী ও স্বজনরা জানান,'আমরা ছোট বেলা থেকেই দেখি তিনি কালো কাপড় পরে থাকেন। ওখান থেকে আসার পর থেকেই তিনি কালো কাপড় পরে থাকেন।'

সংসারে আর্থিক টানাপোড়েনে থাকলেও কখনো কারও সাহায্য নেননি তিনি। স্থানীয় আওয়ামী লীগ নেতারাও চান তার শেষ ইচ্ছা পূরণ হোক। বরগুনা তালতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু বলেন,'সারা দুনিয়ায় মুজিব পাগল কিছু মানুষ আছে। তাদের মধ্যে ইসহাক শরীফ একজন। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর থেকে তিনি কালো কাপড় পরেন এবং খালি পায়ে হাঁটেন।'

আরও পড়ুন