খেলাধুলা, ক্রিকেট

বঙ্গবন্ধু বিপিএল: প্লে অফ নিশ্চিত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২০ ০৪:৩৫:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বঙ্গবন্ধু বিপিএলে প্লে অফ নিশ্চিত হয়ে গেছে তিন দলের। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীর সেরা চারের সঙ্গী হতে খুলনার সঙ্গে রেসে কুমিল্লা। লিগ পর্বের ৩৮ ম্যাচ শেষে আজ বিরতীর পরে কাল আবার রয়েছে দুই ম্যাচ।

সবার আগে সেরা চারে চট্টগ্রাম। ওদের পরেই বিপিএলের বিশেষ আসরের প্লে অফে নাম তুলেছে রাজশাহী। আর তৃতীয় দল মাশরাফির প্লাটুন।

নক আউটের চতুর্থ দল কারা হতে যাচ্ছে সে প্রশ্নের উত্তর তেমন কঠিন নয়। এগিয়ে খুলনা টাইগার্সই। পঞ্চম দলের চেয়ে দুই পয়েন্ট ও নেট রান রেটে অনেক এগিয়ে মুশফিকের দল। হাতে এখনো দুটি ম্যাচ। একটায় জিততে পারলেই ১৪ পয়েন্টে সোজা প্লে অফে।

১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা প্লাটুন। রাজশাহী ১১ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট পেলেও নেট রান রেটে আনেক পিছিয়ে তারা মাশরাফিদের চাইতে।

আর ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অনেকটাই নিশ্চিত খুলনা টাইগার্স।

পঞ্চম স্থানে থাকা কুমিল্লা ওয়ারিয়র্স ১১ ম্যাচ খেলে ১০ পয়েন্ট আর নেট রান রেট ০.০৫৬। তাই খুলনার বিপক্ষে জিতলেও কুমিল্লার জন্য প্রায় অসম্ভব শেষ চারে ওঠা, কারণ ০.০৫৬ নেট রানরেটকে ০.৫০৭ এর ওপর নিতে হলে অসম্ভবকে করতে হবে সম্ভব।

এ দিকে, প্রথম কোয়ালিফায়ারে খেলার যোগ্যতায় এগিয়ে ঢাকা প্লাটুন। রংপুরের সঙ্গে জিতলেই সর্বাধিক রান রেটসহ ১৬ পয়েন্ট পাবে তারা। কারণ তৃতীয় স্থানে থাকা রাজশাহী তাদের শেষ ম্যাচ খেলবে চট্টগ্রামের বিপক্ষে। সে ক্ষেত্রে চট্টগ্রাম জিতলে ১৮ পয়েন্ট পাবে, আর হেরে গেলে রাজশাহী ১৬ পয়েন্ট পাবে। সে ক্ষেত্রে চট্টগ্রামের নেট রান রেট আরও কমে যাবে।

আরও পড়ুন