জেলার সংবাদ

বঙ্গবন্ধু সেতুতে একাধিক সড়ক দুর্ঘটনায় ১৪ কি.মি. যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই মার্চ ২০২০ ১১:১৫:৪১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বঙ্গবন্ধু সেতুতে একাধিক সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে পাঁচজন।

বৃহস্পতিবার (১১ই মার্চ) ভোর সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এ সকল দুর্ঘটনা সংঘটিত হয় বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। এর ফলে সকাল থেকেই ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত দীর্ঘ ১৪ কি.মি. যানজটের সৃষ্টি হয়।

এ বষিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ আইয়ুবর রহমান জনান, সকালে বঙ্গবন্ধু সেতুর ১৯ নাম্বার পিলার এলাকাসহ কয়েকটি স্থানে দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে একটি ট্রাকের সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার ফলে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানচলাচল স্বাভাবিক হয়ে যাবে বলেও তিনি জানান।

আরও পড়ুন