খেলাধুলা, অন্যান্য খেলা

বঙ্গসন্তানের জুনিয়র উইম্বলডন জয়

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১২ই জুলাই ২০২১ ০২:২০:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

১৯৯০ সালে জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন কলকাতার ছেলে লিয়েন্ডার পেজ। ৩১ বছর পর উইম্বলডন জুনিয়র চ্যাম্পিয়ন হলেন বঙ্গসন্তান সমীর বন্দ্যোপাধ্যায়। মাত্র ১৭ বছর বয়সে।

তার আক্রমণাত্মক টেনিসের সামনে দাঁড়াতে পারেননি ভিক্টর লিলোভ। এক ঘন্টা ২২ মিনিটের মধ্যে ৭-৫, ৬-৩-এ জিতে জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন এই প্রথম ঘাসের কোর্টে টুর্নামেন্ট খেলতে নামা সমীর।

সমীর অবশ্য অ্যামেরিকায় থাকেন। সেখানকার নাগরিক। ট্রফি জিতে বলেছেন,'এই ট্রফি আমি বাড়ির একেবারে মাঝখানে রেখে দেব, যাতে সবসময় তা আমার নজরে থাকে। খেলা, পড়াশুনো সব বিষয়েই এই ট্রফি আমায় উজ্জীবীত করবে।'

দক্ষিণ কলকাতায় সমীরের পৈত্রিক বাড়ি আছে। তিনি বিরিয়ানি, চিকেন টিক্কা খেতে ভালোবাসেন। ছয় বছর আগে কলবকাতায় এসে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ফুচকাও খেয়েছেন। আনন্দবাজারকে তিনি জানিয়েছেন, বাংলা বলতে পারেন না। কিন্তু বাঙালি খাবার খুব ভাল লাগে। ছয় বছর আগে সাউথ ক্লাবে দুই দিন খেলেছিলেন। আখতার আলি তখন তাকে কিছু পরামর্শও দিয়েছিলেন।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

আরও পড়ুন