জেলার সংবাদ

'বন্দুকযুদ্ধে' অস্ত্র ও হত্যা মামলার আসামি নিহত

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ১২:৫৮:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একাধিক মামলার আসামি ও ডাকাত সদস্য নিহত।

নাটোরের গুরুদাসপুরে পুলিশের সঙ্গে ডাকাত দলের 'বন্দুকযুদ্ধে' অস্ত্র ও হত্যাসহ একাধিক মামলার আসামি ডাকাত সদস্য হানিফ শেখ নিহত হয়েছে। এ সময়, আবুল কালাম ও রুবেল হোসেন নামে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত রাতে উপজেলার পার গুরুদাসপুরে এ ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম জানান, পুলিশের একটি টহল টিম গুরুদাসপুরের পার গুরুদাসপুর গ্রামে টহল দিচ্ছিল। এ সময় কলা বাগানের ভিতরে এক দল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে, তারা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাদের ওপর গুলি চালায়। পুলিশ সদস্যরা ডাকাতদের লক্ষ্য করে পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়।

পরে, সেখান থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মরদেহটি থানায় নেয়ার পর তার পরিচয় শনাক্ত হয়। নিহত হানিফ শেখ ওই গ্রামের রুহুল শেখের ছেলে। তার বিরুদ্ধে গুরুদাসপুর ও বড়াইগ্রাম থানায় হত্যা, ডাকাতির একাধিক মামলা রয়েছে। এছাড়াও হানিফ শেখ গুরুদাসপুরের বৃদ্ধা মনোয়ারা বেগম হত্যাকাণ্ডে ভাড়াটে খুনি বলেও জানায় পুলিশ।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশি পাইপ গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন