বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

'বন্ধ হচ্ছে করোনা-সংক্রান্ত নিয়মিত বুলেটিন'

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

সোমবার ১০ই আগস্ট ২০২০ ১০:৩২:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বুধবার (১২ আগস্ট) থেকে সাময়িকভাবে বন্ধ হচ্ছে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার শেষ অনলাইন ব্রিফিং প্রচারিত হবে। এরপর থেকে আর এ ব্রিফিং করা হবে না। তবে করোনা-সংক্রান্ত নানা তথ্য নিয়মিত গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার রাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী বুধবার থেকে দুপুর আড়াইটার নিয়মিত এই বুলেটিন আর হবে না।’

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এই সময়ে নিয়মিত বুলেটিন প্রচার করে থাকেন। তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে শুনেছি বুলেটিন আর প্রচার হচ্ছে না। তবে এখনো অফিসিয়ালি নির্দেশনা আমাদের কাছে আসেনি।’

গত ৮ ফেব্রুয়ারি করোনাভাইরাস নিয়ে প্রথম ব্রিফিং আয়োজন করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। গত ৪ মাস ধরে দেশের করেনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন প্রচার করে আসছে। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ব্রিফিং করতেন। এরপরে তাঁর পরিবর্তে মূলত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা (প্রশাসন) নিয়মিত ব্রিফিং শুরু করেন।

আরও পড়ুন