বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

বরিশালে অসময়ে ধরা পড়ছে ইলিশ  

অপূর্ব অপু

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে জানুয়ারী ২০২০ ০২:৫০:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

এ বছর বরিশালে অসময়ে প্রচুর ইলিশ ধরা পড়ছে। দামও কম। এতে দারুন খুশি ক্রেতা-বিক্রেতা দুইপক্ষই।  বিশেষজ্ঞরা শীত মৌসুমে ইলিশের এমন প্রাচুর্যকে অস্বাভাবিক মনে না করে বরং ইতিবাচক হিসেবে দেখছেন।

বরিশালে ইলিশের সবচেয়ে বড় মোকাম নগরের পোর্ট রোড। শীতের এ সময়ে এখানে চিরচেনা সামুদ্রিক মাছের দাপট থাকে। তবে এখন বাজার ইলিশের দখলে। গড়নে উজ্জ্বল ইলিশ ওজন-আকৃতিতেও বড়। টানা এক সপ্তাহ ধরে দক্ষিণাঞ্চলের নদ-নদীতে ইলিশের এমন আহরণে অবাক জেলে, ব্যবসায়ী, ক্রেতাসহ সবাই।

ইলিশের কেনাবেচায় ক্রেতা-বিক্রেতা দুইপক্ষই খুশি। ইলিশ বিশেষজ্ঞরা বলছেন, সংরক্ষণ ভালো হওয়ায় এবার ইলিশের পরিমাণ বেড়েছে। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ জানান, 'ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান গত ৯ই অক্টোবর থেকে ৩০শে অক্টোবর টানা ২২ দিন আমরা করেছি যাতে প্রজনন নির্বিঘ্ন হয়। এ প্রজননের ফলেই আজকের এই ইলিশ।'

বরিশাল বিভাগে গেল ১০ বছরে ইলিশ আহরণ বেড়েছে দ্বিগুণ। কয়েক বছর ধরেই দেশের মোট ইলিশের ৬৬ ভাগের বেশি আহরিত হচ্ছে এই বিভাগ থেকে। এবার তা আরও বাড়বে বলে জানিয়েছেন মৎস্য বিশেষজ্ঞরা। বরিশাল মৎস্য কর্মকর্তা (ইলিশ), ডক্টর বিমল কুমার দাস বলেন, 'ইলিশের অভয়াশ্রমগুলো যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তবে ভবিষ্যতে আরও বেশি ইলিশ আমরা পাবো।'

বাজারে ৭শ থেকে ৯শ গ্রাম ওজনের ইলিশ মণপ্রতি ২৫ হাজার টাকা, এক কেজির ওপরে ওজনের ইলিশ মণপ্রতি ৩০ হাজার, ৪৫০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ মণপ্রতি ১২ হাজার থেকে ২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে পাইকারি বাজারে।

আরও পড়ুন