ক্রিকেট

বাঁচা-মরার ম্যাচে ওমানকে ১৫৪ রানের টার্গেট দিল টাইগাররা

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে অক্টোবর ২০২১ ১০:০৬:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যেতে নিজেদের দ্বিতীয় ম্যাচে সব উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৩ রান তোলে বাংলাদেশ।

আগের দিন টস জিতে চেজ করে হেরেছে বাংলাদেশ। ভাগ্য পাল্টাতে এবার সিদ্ধান্তেও বদলে ব্যাটিংয়ে নামলেও শুরুটা একই রকম। লাইফ পেয়েও ব্যর্থ লিটন। তিনে প্রমোশন পেয়েছিলেন শেখ মাহেদি। কাজে লাগে নি ফাটকাটা। পাওয়ারপ্লেতে ২ উইকেটে রান মোটে ২৯। 

বিপদে হাল ধরেন সৌম্যের জায়গায় দলে ঢোকা নাইম শেখ। সঙ্গ দিয়েছেন সাকিব আল হাসান। আগের দিন উইকেট হারানোর পর বাংলাদেশ খেলেছে স্লো। এদিন আর একই ভুল নয়। ৯ ওভারের জুটিতে ৮০ রান। 

২৯ বল ৪২ করে সাকিব কাটা পড়লেও, ফিফটি হাতছাড়া করেন নি নাইম। ৫০ বলে ওর ব্যাটে ৬৪।

তরুণদের নির্ভিক ব্যাটে ভর করে দ্রুত রান তোলার স্ট্র্যাটেজি পড়েছে মুখ থুবড়ে। মাহেদির পর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ সোহান আর আফিফও। পরে নেমে মুশফিক-রিয়াদরাও একই পথের পথিক। ১৫৩ তে প্যাকেট বাংলাদেশ।

আরও পড়ুন