জাতীয়, ইসলাম

বাংলাদেশিদের জন্য ১০ হাজার হজ কোটা বাড়াল সৌদি

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ৪ঠা ডিসেম্বর ২০১৯ ০৮:৩২:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশি হজযাত্রীদের জন্য হজ কোটা বাড়ানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব।

বাংলাদেশি হজযাত্রীদের জন্য ১০ হাজার হজ কোটা বাড়ানোর ঘোষণা সৌদি সরকার। হজ কোটা বাড়ানোর ফলে এখন থেকে আরও বেশি বাংলাদেশি হজ পালনে সৌদি আরবে যেতে পারবেন। এ বছর বাংলাদেশ থেকে হজপালন করার সুযোগ পাবেন ১ লাখ ৩৭ হাজার ১৯১ জন। গত বছর এ সংখ্যাটা ছিল ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

বুধবার সকালে মক্কায় সৌদি সরকার ও ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে ২০২০ সালে হজ চুক্তির প্রথম বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়।

বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে সৌদি আরবের হজ ও ওমরা প্রতিমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ বিন সোলায়মান মাশাতের নেতৃত্বে সৌদি প্রতিনিধি দলের সদস্যরা বৈঠক করেন।

মুসলিম জনসংখ্যার ভিত্তিতে বিভিন্ন দেশের অনুকূলে সৌদি সরকার হজ কোটা বরাদ্দ দিয়ে থাকে। গেল কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজপালনের সুযোগ পেয়ে আসছেন।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশের পক্ষ হজ কোটা বাড়ানোর জন্য বলা হচ্ছিল। এবারের চুক্তিতে মুসলিম জনসংখ্যার ভিত্তিতে ২০ হাজার কোটা বাড়ানোর জন্য বলা হলে সৌদি কর্তৃপক্ষ ১০ হাজার কোটা বাড়ায়।

আরও পড়ুন