ধর্ম, জাতীয়

'বাংলাদেশিরা হজে যেতে পারবে না এমন নির্দেশনা নেই'

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ৯ই জুন ২০২১ ০১:৩৭:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা পরিস্থিতিতে এবারও বাংলাদেশিরা হজে যেতে পারবেনা-এমন কোনও নির্দেশনা এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী।

সৌদি সরকারের কাছ থেকে চিঠি পেলে কম সংখ্যক হলেও কিছু লোক হজে যেতে পারেন বলে আশা প্রকাশ করেন ধর্ম প্রতিমন্ত্রী। তবে, চিঠি পেলেই বিস্তারিত জানানো হবে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বুধবার সকালে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্র উদ্বোধন উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, 'বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে এই প্রথম কোনও সরকার একসঙ্গে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে।'

প্রতিটি জেলা-উপজেলায় নির্মাণাধীন ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতি কেন্দ্রের নির্মাণে কোনও অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

আরও পড়ুন