বাংলাদেশ, জাতীয়, অর্থনীতি

বাংলাদেশ 'ঘুষ' ঝুঁকিতে প্রথম

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৪ই নভেম্বর ২০১৯ ০৯:৫৮:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্যবসাক্ষেত্রে ঘুষ ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথমস্থানে উঠে এসেছে বাংলাদেশের নাম।

ট্রেস ব্রাইবেরি রিস্ক ম্যাট্রিক্স নামে একটি আন্তর্জাতিক সংগঠনের ২০১৯ সালের জরিপে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশের নাম।

 
ওই তালিকায় ২০০ দেশের নাম প্রকাশ করা হয়েছে। যেখানে সার্বিকভাবে বাংলাদেশ অবস্থান করছে ১৭৮ নম্বরে। ব্যবসায় ঘুষের ঝুঁকির বিষয়ে যে নাম্বারিং ওই সংগঠনটি করেছে সেখানে বাংলাদেশের স্কোর ৭২ যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। চারটি বিষয়কে আমলে নিয়ে এই স্কোরিং করেছে সংগঠনটি।

তালিকায় ভারতের অবস্থান ৭৮তম, পাকিস্তানের ১৫৩, আফগানিস্তানের ১৬৮, মিয়ানমারের ১৫৭।

এই তালিকায় সোমালিয়া, দক্ষিণ সুদান, উত্তর কোরিয়া, ইয়েমেন এবং ভেনিজুয়েলার অবস্থান সবার নিচে। অন্যদিকে প্রথমদিকে রয়েছে নিউজিল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন ও ফিনল্যান্ড।

আরও পড়ুন