সংস্কৃতি

'বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০২০' শুরু

ময়ূখ

ডিবিসি নিউজ

শুক্রবার ৩রা জানুয়ারী ২০২০ ১০:৪১:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুরু হল বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০২০। রাজধানীতে শিল্পকলা একাডেমির আয়োজনে ২১ দিনের এই উৎসবে সারাদেশ থেকে অংশ নেবেন পাঁচ হাজার শিল্পী।

পৌষের বৃষ্টিভেজা শীতল বিকেলে শুরু হয় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের নান্দনিক উদ্বোধনী আয়োজন। সংগীত ও নৃত্যকলার মোহিনী জাদুতে দর্শক শ্রোতাদের মুগ্ধ করে রাখেন শিল্পকলা একাডেমির শিল্পীরা। 

লোকজ সংস্কৃতির বর্ণিল নানা পরিবেশনা শহুরে দর্শকদের কাছে পৌঁছে দিতেই শিল্পকলা একাডেমির এই আয়োজন; জানালেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলি লাকি। 

এই সাংস্কৃতিক উৎসবে ৬৪ জেলার ৫ হাজার শিল্পী প্রদর্শন করবেন বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক বৈচিত্র্যের নানা নিদর্শন।

দেশপ্রেম ও লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যের গৌরবময় চেতনাকে ধারণ করে শুরু হওয়া এই উৎসব চলবে ২৩শে জানুয়ারি পর্যন্ত।
 

আরও পড়ুন