বিনোদন, নারী

বাংলা হেভিমেটাল সংগীতে নারীদের উত্থান

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ২৩শে ডিসেম্বর ২০২০ ১০:৩০:৩৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন দেশের প্রথম নারী হেভিমেটাল গিটারিস্ট নাফিসা আনজুম।

বাংলাদেশের রক মিউজিক অঙ্গনে শুধু পুরুষরাই রাজত্ব করেছেন দীর্ঘ সময়। তবে সময়ের সাথে সাথে এগিয়ে গেছেন নারীরা। রক মেটাল সংগীত বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ শিল্পীদের দখলে থাকলেও নাফিসার মত তরুণদের হাত ধরে বাক বদল হচ্ছে বাংলাদেশের রক মেটাল সংগীত ইতিহাসের।

নাফিসা পেশাদার গিটারিষ্ট হিসেবে কাজ করেছেন কয়েকটি ব্যান্ডে। সম্প্রতি তার একক ইন্সট্রুমেন্টাল সলো এলবাম রাইসের ভিডিও চমকে দেয় শ্রোতাদের।  

বাংলাদেশের প্রথম নারী হেভিমেটাল গিটারিস্টের বাদন আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে। ডিবিসি নিউজের সাথে আলাপচারিতায় উঠে আসে নানা প্রতিকূলতা পার হয়ে নাফিসার এগিয়ে চলার গল্প। 

জনপ্রিয় সব কম্পোজিশন কাভারের পাশাপাশি নিশাত কাজ করছেন মৌলিক কম্পোজিশন নিয়ে। বিশ্বখ্যাত ইতালিয়ান গিটারিস্ট ডেভেদ লো সুটোর সাথে যৌথ কাজের পরিকল্পনা চলছে নাফিসার।  

তরুণ এই শিল্পী স্বপ্ন দেখছেন আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার।

আরও পড়ুন