আমেরিকা, প্রবাস

বাইডেনের প্রশাসনে বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ১৫ই জানুয়ারী ২০২১ ১০:২৩:৫২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জাইন সিদ্দিক।

বুধবার (১৩ জানুয়ারি) বাইডেনের ক্ষমতা হস্তান্তর বিষয়ক দল হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ কার্যালয়ের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে জাইন সিদ্দিকের নাম ঘোষণা করে। মার্কিন প্রশাসনের এরকম উচ্চপদে প্রথম বাংলাদেশি হিসেবে জায়গা করে নিলেন তিনি।

জাইন সিদ্দিকের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। পড়াশোনা করেছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও ইয়েল ল স্কুলে। জাইন বর্তমানে বাইডেন-হ্যারিস ট্রানজিশন টিমের অভ্যন্তরীণ ও অর্থনৈতিক দলের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করছেন। এর আগে, তিনি নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেনশিয়াল বিতর্কের প্রস্তুতি দলের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন