বাংলাদেশ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি

বাজারে এলো হিরোর থ্রিলার অন সিক্সটি আর মোটরসাইকেল

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে ডিসেম্বর ২০২০ ০২:১৫:৪৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের বাজারে হিরোর থ্রিলার ওয়ান সিক্সটি আর মোটরসাইকেল নিয়ে এসেছে নিলয় মটর্স।

আধুনিক প্রযুক্তির পরিবেশ বান্ধব বিএস সিক্স ইঞ্জিনের এই মোটরসাইকেলে নজর কাড়া লুকের সাথে থাকবে ১০টি আধুনিক সেন্সর। এর ফলে মাত্র চার দশমিক সাত সেকেন্ডে ৬০ কিলোমিটার স্পিড ওঠানো যাবে।

এছাড়া বাইকটিতে থাকবে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, থ্রিলিং এক্সিলারেশন এবং অধিক জ্বালানী সাশ্রয়ের সুবিধা। ভালো কন্ট্রোলেরের জন্য রয়েছে ওয়াইডার টায়ার সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মোনোশক সাসপেনশন, অটো সেল টেকনোলজি ও এলইডি লাইট।

নর স্ট্রিট ফাইটার বাইকটি বাংলাদেশের বাজারে ব্যাপক সাড়া জাগাবে বলে আশা করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

আরও পড়ুন