রাজনীতি

'বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জাতিকে হতাশ করেছে'

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ১৩ই জুন ২০২০ ০২:০৩:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার প্রভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্দশা দৃশ্যমান হলেও বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জাতিকে হতাশ করেছে। এমন মন্তব্য করেছেন বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৩ই জুন) বেলা সাড়ে ১১টায় নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপি গঠিত করোনা সেলের সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এসময় মির্জা ফখরুল বলেন, অর্থমন্ত্রী স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য চলতি অর্থবছরের তুলনায় মাত্র ৩ হাজার ৫১৫ কোটি টাকা বাড়িয়ে ২৯ হাজার ২৭৪ কোটি টাকা বরাদ্দ দিলেন। স্বাস্থ্যখাতে বরাদ্দ দেয়া হলো জিডিপি’র মাত্র শূণ্য দশমিক ৯ শতাংশ। অথচ স্বাস্থ্যখাতে আমরা জিডিপি’র ৫ শতাংশ বরাদ্দের প্রস্তাব করেছিলাম।

এছাড়া আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক জানিয়ে তিনি বলেন, আমরা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ১৪ দলের সমন্বয়কারী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

আরও পড়ুন