আন্তর্জাতিক, ভারত

বাড়ির শৌচাগারের সামনে চিতা বাঘ, জারি হল ১৪৪ ধারা

আবু বকর

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে জানুয়ারী ২০২২ ১০:৫৫:১২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঘুমচোখে শৌচাগারের দিকে এগুচ্ছিলেন। কিন্তু সামনে চোখ পড়তেই আঁতকে ওঠেন মনোজ, ওটা কী? চিতা বাঘের আতঙ্কে ঘুম ছুটল তার।

বৃহস্পতিবার সকালে এমন হুলস্থুল কাণ্ড ঘটেছে ভারতের কোচবিহারের ৩ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায়। চিতাবাঘের উপস্থিতির কথা ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় মনোজ সরকারের বাড়ির সামনে।

স্থানীয়দের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, বৃহস্পতিবার সকালে মনোজের বাড়ির শৌচাগারের সামনে একটি চিতা বাঘ দেখতে পাওয়া যায়। এই খবরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পোঁছায় বন বিভাগের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশও। তবে এত সংখ্যক কৌতুহলী মানুষকে সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। কেউ কেউ চিতা বাঘ দেখতে পাঁচিল ডিঙিয়ে ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করেন। এর মধ্যে ওই জায়গায় ১৪৪ ধারা জারি হয়।

ইতিমধ্যেই চিতা বাঘটিকে চিহ্নিত করা গিয়েছে বলে বন বিভাগের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তবে এ পর্যন্ত তাকে ধরা সম্ভব হয়নি। মনোজের বাড়ির ভেতরই শুরু হয়েছে জাল পাতার কাজ।

আরও পড়ুন