অর্থনীতি, রাজধানী, লাইফস্টাইল

বাণিজ্যমেলায় কেনাকাটার ফাঁকে ডিসকাউন্টে চা পানের সুযোগ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ২২শে জানুয়ারী ২০২০ ১১:১২:১২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাণিজ্যমেলায় সবাই যখন কেনাকাটায় ব্যস্ত, হালকা শীতে প্রিয়জনের সঙ্গে চা এর অবসরেই প্রিয় মুহূর্ত খুঁজে পাচ্ছেন দর্শনার্থীরা। এমন আরও অনেকেই আছেন। কেউ চায়ের কাপে কেনাকাটার ক্লান্তি ভুলছেন। আবার কেউ মেলায় আসা নতুন ফ্লেভার চেখে দেখছেন।

বাণিজ্যমেলায় চা-প্রেমিদের জন্য কেনাকাটার ফাঁকে চা-পানের সুবিধা রেখেছে দুটি বিখ্যাত ব্র্যান্ড। তাদের প্যাভিলিয়নে তৈরি চায়ের পাশাপাশি ডিসকাউন্টে চা বিক্রি করা হচ্ছে। এবারই প্রথম শ্রীমঙ্গলের স্থানীয় চা বিপণন প্রতিষ্ঠান অংশ নিয়েছে বাণিজ্যমেলায়।

মেলা থেকে চা কিনলে দাম কিছুটা কম। মূল্যছাড়ের পাশাপাশি, নতুন পণ্যের পরিচিতির জন্য মেলাকে বেছে নিয়েছেন চা উৎপাদন প্রতিষ্ঠানগুলো।

ক্রেতাদের ধারণা, দোকানের চেয়ে এখানকার চায়ের মানও তুলনামূলক ভালো। সেই সঙ্গে কম দামের অফার তো আছেই।

বিভিন্ন কর্পোরেট ব্র্যান্ডের তুলনায়, স্বচ্ছ পলিব্যাগের শ্রীমঙ্গলের চা'য়ের কদর অনেকের কাছেই বেশি। তারা বাণিজ্যমেলা থেকে কিনে নিতে পারেন এসব চা। এখান থেকে নানা স্বাদের চা চেখে দেখারও সুযোগ আছে।

আরও পড়ুন