অর্থনীতি, লাইফস্টাইল

বাণিজ্য মেলায় তুরস্ক ও কাশ্মীরের কার্পেট

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২১শে জানুয়ারী ২০২০ ১০:৫৩:১৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কম দামে তুরস্ক কিংবা কাশ্মীরের বিখ্যাত কার্পেট কিনতে চাইলে সহজ সমাধান হতে পারে বাণিজ্য মেলা। বছরের অন্য সময় বাংলাদেশে এসব কার্পেট খুব একটা পাওয়া যায় না। পেলেও কিনতে হয় আকাশ ছোঁয়া দামে।

চাইলে বিমূর্ত চিত্রশিল্পের সঙ্গে মিল খুঁজতে পারেন। কিন্তু, আদতে সবগুলোই সুদক্ষ কর্মীদের নিপুণ হাতের ছোঁয়া। নানা ডিজাইনের কাষ্মীরের বিখ্যাত কার্পেটের দেখা মিলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়।

বাণিজ্য মেলা শেষ হয়ে গেলে এসব কার্পেট আর পাওয়া যাবে না। যদিও বিক্রেতার অভিযোগ, ঢাকায় কাষ্মীরি বলে সাধারণ মানের কার্পেট বিক্রি হচ্ছে দেদারছে। তবে, সবচেয়ে বেশি ভিড় তুর্কী কার্পেটের প্যাভিলিয়নে। বৈচিত্র বেশি। দামেরও রকমফের আছে। সাধ্যের মধ্যে পছন্দের কার্পেট পাওয়ার সম্ভাবনাও বেশি।

তুরস্কের এভারেস্ট রাগ প্রডাকশন প্রতিষ্ঠানটি অনেকদিন ধরেই বাণিজ্যমেলায় নিয়মিত অংশ নিচ্ছে। বাণিজ্য মেলা শেষ হয়ে গেলেও, বাংলাদেশের কিছু অনলাইন শপ থেকে তুরস্কের এই প্রতিষ্ঠানের কার্পেট কেনা যাবে।

আরও পড়ুন