অর্থনীতি, রাজধানী

বাণিজ্যমেলায় রকমারি বিস্কুটের জম্পেশ বেচাকেনা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২০ ০৯:৩১:১২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এবার রকমারি বিস্কুটের জম্পেশ বেচাকেনা চলছে। বিক্রেতারা জানিয়েছেন, মেলায় নানা স্বাদের বিস্কুট দিয়ে তৈরি প্যাকেজের চাহিদাই সবচেয়ে বেশি। বিশেষ ছাড়ের অফারে দাম কম থাকায় মেলায় বিরামহীন বিস্কুট কিনছেন ক্রেতারা।

বাণিজ্যমেলায় অন্যান্য পণ্যের পাশাপাশি জমে উঠেছে রকমারি বিস্কুটের বিকিকিনি। বিক্রেতা প্রতিষ্ঠানগুলোতে ক্রেতাদের ভিড় বেশ চোখে পড়ার মতো।

ক্রেতা আকর্ষণ ও চাহিদার কথা ভেবে স্টলের ভেতর-বাইরে বিশেষ আয়োজন রেখেছে কিষোয়ান। ৩৭৫ টাকার প্যাকেজ বিক্রি হচ্ছে ৩শ' টাকায়।

এবারের মেলায় বিস্কুটের জাম্বো অফার নিয়ে এসেছে প্রাণ। আর, রকমারি ও টক-ঝাল-মিষ্টি প্যাকেজ নিয়ে মেলায় হাজির হয়েছে নাবিস্কো।

এছাড়া, বিশেষ ছাড় দিয়ে বিস্কুট বিক্রি করছে বনফুলও। তাদেরও রয়েছে নানান প্যাকেজ। ছাড়ের কারণেই মেলায় বিস্কুট কেনার কথা বলছেন ক্রেতারা।

এদিকে বিক্রেতারা জানিয়েছেন, বিস্কুটের পাশাপাশি নানা রকমের প্যাকেটজাত কেকেরও বেশ চাহিদা রয়েছে মেলায়।

আরও পড়ুন