বাংলাদেশ, অর্থনীতি, রাজধানী, লাইফস্টাইল

বাণিজ্য মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে বিভিন্ন হস্তশিল্প

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই জানুয়ারী ২০২০ ০৮:০৭:৪৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় হস্তশিল্প নজর কেড়েছে দর্শনার্থীদের। দেশের মানুষের পাশাপাশি বিদেশীরা আগ্রহ নিয়ে কিনেছেন স্থানীয় উপকরণ দিয়ে হাতে তৈরি এসব শিল্পপণ্য।

মেলা উপলক্ষ্যে বিক্রেতারাও দিচ্ছে মূল্যছাড়সহ নানা অফার।

হস্তশিল্পের জন্য বিশেষ প্যাভিলিয়নের চমকপ্রদ পণ্যগুলোর মধ্যে রয়েছে কারুপণ্যের স্টলের সুপারির খোল দিয়ে তৈরি ওয়ান টাইম ইউজ প্লেট, বাটি প্রভৃতি। যারাই প্রথমবার দেখেছেন এগুলো, বোকা হয়েছেন। বলে দেয়া না পর্যন্ত বুঝতেই পারেন নি এসব প্লেট, বাটি তৈরি সুপারির খোল দিয়ে।

অপচনশীল ওয়ান টাইম ইউজ প্লাস্টিক পণ্যের বিকল্প হিসেবে সুপারির খোল দিয়ে এসব পণ্য তৈরি করেছে কারুপণ্য। ২৫ টাকা মূল্যের এসব প্লেট, বাটি, পিরিচ ব্যবহার করা যাবে অন্তত সাতবার।

কারুপণ্য কর্তৃপক্ষ জানায়, গত একবছর ধরে এসব পণ্য উৎপাদন করা হচ্ছে, আর বাণিজ্যমেলায় এবারই আনা হয়েছে এগুলো।

দেশের হস্তশিল্প যে একেবারে হারিয়ে যায়নি তা বোঝা যায়, হস্তশিল্পের দেশী-বিদেশীদের এমন আগ্রহ দেখে।

দর্শনার্থীরা বলছেন, আধুনিকতা আনতে গিয়ে পরিবেশের জন্য ক্ষতিকারক অনেক উপকরণকেই দৈনন্দিন জীবনের অনুষঙ্গ করেছে মানুষ।  কিন্তু দিন দিন সচেতনতা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে পরিবেশবান্ধব এসব পণ্যের কদর।

বাণিজ্যমেলায় হস্তশিল্পের বিভিন্ন পণ্যে মিলছে ৩০ থেকে ৫০ শতাংশ ছাড়।

 

আরও পড়ুন