আন্তর্জাতিক, বিনোদন, ইউরোপ, অন্যান্য, বিজ্ঞান ও প্রযুক্তি

একসাথে জ্বলে উঠি: বার্লিনে আলোকসজ্জা উৎসব

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

রবিবার ২০শে সেপ্টেম্বর ২০২০ ০৭:৩৯:৪০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জার্মানির রাজধানীর বার্লিনে চলছে রঙিন আলোর খেলা, মেতেছেন শহরবাসী। বর্ণিল আলোয় সেজেছে ঐতিহাসিক স্থাপনাগুলো। দেখে মনে হয় এ যেন আলোর শহর। বার্লিনে চলছে বার্ষিক আলোকসজ্জা উৎসব।

জার্মানির রাজধানীর বার্লিনে চলছে বার্ষিক আলোকসজ্জা উৎসব। শহরের ঐতিহাসিক স্থাপনাগুলো আলোকিত নানা রঙের আলোয়। এমন বর্ণিল আয়োজন দেখতে এসব স্থাপনার আশপাশে ভিড় করছেন দর্শনার্থীরা।

বার্লিনে চলছে রঙিন আলোর খেলা, মেতেছেন শহরবাসী। বর্ণিল আলোয় সেজেছে ঐতিহাসিক স্থাপনাগুলো। দেখে মনে হয় এ যেন আলোর শহর।

বার্ষিক আলোকসজ্জা উৎসব নিয়ে উৎসাহের কমতি নেই দর্শনার্থীদের । হরেক রঙের আলো দিয়ে সাজানো শহরের সৌন্দর্য্য উপভোগ করছেন তারা। ক্যামেরাবন্দিও করছেন অনেকে।

‘একসাথে জ্বলে উঠি’ প্রতিপাদ্যে হচ্ছে এবারের উৎসব। মহামারি মোকাবিলায় একসাথে কাজ করায় শহরবাসীদের শ্রদ্ধাও জানিয়েছেন আয়োজকরা।

এবার শহরের একশোর বেশি স্থাপনায় প্রজেক্টর, থ্রিডি ম্যাপিংয়ের মাধ্যমে ফেলা হয় নানা রঙের আলো। এরমধ্যে রয়েছে বার্লিন ক্যাথেড্রাল, ব্র্যান্ডেনবুর্গ গেইট ও শার্লটেনবুর্গ ক্যাসেলের মতো স্থাপনা। করোনার মধ্যে কিছ জায়গায় অতিরিক্ত দর্শক হওয়ায় অস্থায়ীভাবে আলোকসজ্জা বন্ধও রাখতে হয় আয়োজকদের।

২০০৫ সালে প্রথম বার্লিনে শুরু হয় এই আলোকসজ্জা উৎসব। এরপর থেকেই বার্লিনবাসীর অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে উৎসবটি।

আরও পড়ুন