জেলার সংবাদ

বাসায় খাবার সংকট থাকলে যোগাযোগ করুন: ইউএনও নালিতাবাড়ী

ময়ূখ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২রা এপ্রিল ২০২০ ১২:১৬:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসের কারণে বন্দিদশায় থাকা নিম্নবিত্ত মানুষদের মধ্যে খেটে খাওয়া, রিকশা চালক, দিনমজুর মানুষগুলো অসহায় জীবন-যাপন করছে, মহামারী করোনার কাছে আত্মসমর্পণ করছেন তারা।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলা প্রশাসন থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী উপজেলা প্রশাসন বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় শেরপুরে চলছে ত্রাণ বিতরণের কার্যক্রম।

ত্রাণ বিতরণ বিষয়ে জেলার নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নিজ ফেসবুকের টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন। সেখানে বলা হয়, ‘আপনার সম্মানের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আপনার বাসায় খাবার সংকট থাকলে এবং সবার সামনে আপনি খাদ্য সহায়তা নিতে বিব্রতবোধ করলে অনুগ্রহ করে নিম্নোক্ত ফোন নম্বরে যোগাযোগ করুন। পরিচয় গোপন রেখে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তা আপনার বাসায় পৌঁছে দেব। যোগাযোগ- ০১৯৩০৯৪৭২১৬।’

এই স্ট্যাটাসটি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়, পায় প্রশংসা। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শেরপুরবাসী।

আরও পড়ুন