রাজধানী

বাস টার্মিনালে চাপ নেই, জীবাণুনাশক ব্যবহারে প্রস্তুতির ঘাটতি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা জুন ২০২০ ১১:৫০:০৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর বাস টার্মিনালগুলোতে নেই যাত্রীর চাপ। তবে সামাজিক দূরত্ব মেনে যাত্রী পরিবহন করতে টার্মিনালগুলোতে পর্যাপ্ত জীবাণুনাশক ব্যবহারের প্রস্তুতি নেই।

মঙ্গলবার (২রা জুন) সরেজমিনে গিয়ে এ পরিস্থিতি দেখা যায়। বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিরুল ইসলাম গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি জানিয়েছেন যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং জীবাণুনাশক স্প্রে ব্যবহার করেই বাসগুলোতে যাত্রী বহন করা হচ্ছে, তবে অতিরিক্ত ভাড়া নেয়ার বিষয়টি তার নজরে আসেনি বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, মহাখালী বাস টার্মিনালে তিনটি জীবানুনাশক টানেল স্থাপন করা হলেও একটি সচল থাকতে দেখা গেছে বাকি দুটির কার্যকারিতা এখনো শুরু হয়নি। একেক কোম্পানির বাসে একেক ধরনের প্রস্তুতি দেখা গেছে। অনেক কোম্পানির বাসগুলোতে জীবাণুনাশক ব্যবহার করলেও তাপমাত্রা মাপার যন্ত্র দেয়া হয়নি। আবার যারা ব্যবহার করছে তারও প্রশিক্ষিত নন বিষয়টি স্বীকার করেছেন টার্মিনালের শ্রমিক নেতারা। তারা বলছেন এসব ব্যবহারে তারা অভ্যস্ত নন এবং তাদের পর্যাপ্ত সময় দেয়া হয়নি যার কারণে কিছুটা সমস্যা হচ্ছে।

অন্যদিকে, যাত্রীরা বলছেন তাদের কাছ থেকে ৬০ থেকে ৮০ ভাগ পর্যন্ত বাড়তি ভাড়া নেয়া হচ্ছে।

 

আরও পড়ুন