আন্তর্জাতিক, আরব

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৭ই নভেম্বর ২০২০ ১০:১০:১১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।  সোমবার  মন্ত্রিপরিষদ বিভাগের এক বিবৃতিতে শেখ খলিফা বিন সালমানকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে বর্ণনা করা হয়েছে।

এসময় সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শেখ খলিফা বিন সালমান আল খলিফার রুহের মাগফেরাত কামনায় আজ দেশের সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। বাহরাইনের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা গত ১১ই নভেম্বর মারা যান। ১৯৭১ সালে বাহরাইন স্বাধীন হওয়ার পর থেকে তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন