বাংলাদেশ, অর্থনীতি

বাড়লো স্বর্ণের দাম

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৯শে মে ২০২০ ০৯:৫৯:৩০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কয়েক মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম।  প্রতি ভরি স্বর্ণে তিন হাজার সাতশো ৯০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম হবে ৬৪ হাজার ১৩০ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পাঁচ হাজার পাঁচশো টাকা। ২১ ক্যারেটের দাম হবে গ্রাম প্রতি পাঁচ হাজার তিনশো টাকা। একই ভাবে ১৮ ক্যারেটের দাম চার হাজার ৮৭০ এবং সনাতন পদ্ধতিতে তৈরি স্বর্ণের দাম হবে তিন হাজার ৭৭৫ টাকা।

আরও পড়ুন