বাংলাদেশ, রাজনীতি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির দ্বিতীয় দিনের সভা অনুষ্ঠিত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই সেপ্টেম্বর ২০২১ ০৮:৫৫:২৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে অভিযোগ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি জানান, দলের হাই কমান্ডের ধারাবাহিক মতবিনিময় পেশাজীবীসহ অন্যান্য সংগঠনের সাথেও করা হবে। বুধবার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দ্বিতীয় দিনের মতবিনিময় সভায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহ-সম্পাদকরা।

সভায় এই সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয়া না নেয়ার যৌক্তিকতাসহ সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়। ঢাকা জেলা বিএনপি সভাপতি ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বলেন,'সাংগঠনিক এবং পাশাপাশি আন্দোলন সংগ্রাম ও নির্বাচন নিয়ে বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে আদৌ যাবার দরকার আছে কিনা? যেভাবে নির্বাচন হচ্ছে, বিএনপির যাওয়া না যাওয়া আসলে কি গুরুত্ব পাচ্ছে।'

বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন,'আমরা আমাদের কৌশল নিয়ে আলোচনা করছি। স্বাধীনতার সময় আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। আর সেই আওয়ামী লীগ গত ১২ বছরে দৈণ্য দশা হয়ে গেছে। নির্বাচনে আওয়ামী লীগ এখন আর জনগণের মুখোমুখি হতে চায় না।'

মতবিনিময় সভা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,'এরপর আরও দু একটা সভা হতে পারে। সিদ্ধান্ত এখনও হয়নি। সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে। এ বিষয়ে শনিবার সিদ্ধন্ত হবে। মিডিয়ার যে অংশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে, যুক্তিহীন, বানোয়াট, মিথ্যা তথ্য প্রচার প্রচারণা করছে, এটার তীব্র নিন্দা জানানো হয়েছে।'

মতবিনিময় সভায় এদিন অংশ নেন বিএনপির ১২২ কেন্দ্রীয় নেতা।

আরও পড়ুন