জেলার সংবাদ

বিএসএফ'র গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ২১শে অক্টোবর ২০২০ ০৯:২৬:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিএসএফ'র গুলিতে নিহত ওমিদুলের মরদেহ ৪ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্ট সীমান্ত দিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, নিহতের ৪ দিন পর সকল আইনি কর্মকান্ড শেষে দর্শনা সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত দেয়। এসময় বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি‘র উপ-অধিনায়ক আহমেদ ও ফেরদৌস, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার বারেক, দর্শনা থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম এবং ভারতের পক্ষে নদীয়া জেলার গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শ্রী নগেনদারসহ কৃষ্ণনগর থানা পুলিশ, কাষ্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা।

উল্লেখ্য, গত রবিবার (১৮ অক্টোবর) ভোরে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ওমিদুল গরু আনতে সীমান্তের কাছাকাছি যায়। এসময় ভারতীয় নদীয়া জেলার কৃষ্ণনগর থানার রাঙ্গীয়াপোতা ক্যাম্পের বিএসএফ এর সদস্যরা তাকে গুলি করে হত্যা করে মৃতদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

আরও পড়ুন