জেলার সংবাদ

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ বিজিবি'কে হস্তান্তর

মৌলভীবাজার প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ২২শে মার্চ ২০২১ ০৭:৪৭:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ঘটনার তিনদিন পর হস্তান্তর করেছে বিএসএফ।

আজ সোমবার (২২ মার্চ) বিকেল পৌণে ৫টার দিকে, বিজিবির কাছে নিহত আব্দুল মোমেন বাপ্পার মরদেহ হস্তান্তর করে বিএসএফ। এরপর নিহতের পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।

বিজিবি ফুলতলা ক্যাম্প জানায়, বিএসএফ-বিজিবি একাধিক বৈঠকের পর আনুষ্ঠানিকতা শেষে সোমবার বিকেলে বটুলী সীমান্তে বিএসএফ বটুলী গ্রামের আব্দুল মোমেন বাপ্পার মরদেহ হস্তান্তর করেছে। এসময় ফুলতলা ক্যাম্প কমান্ডার সুবেদার দেলোয়ার, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তীসহ বিজিবি ৫২ ক্যাম্প ও জুড়ী থানার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর নিহতের পরিবারের কাছে বাপ্পার মরদেহ হস্তান্তর করে পুলিশ।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী মরদেহ হস্তান্তরের সত্যতা জানিয়ে বলেন, বিকেল ৫টার দিকে বটুলী গ্রামে আব্দুল মোমেন বাপ্পার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ মার্চ (শুক্রবার) রাতে কোন এক সময় বটুলি সীমান্তে ভারতীয় অংশে কয়েক জন বাংলাদেশি অবৈধভাবে প্রবেশ করলে বিএসএফ গুলি চালায়। এতে সবাই পালিয়ে আসলেও আব্দুল মোমেন বাপ্পা মারা যান।

আরও পড়ুন