আন্তর্জাতিক, ভারত

বিএসএফের গুলিতে প্রাণ গেল এক পাকিস্তানির

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে নভেম্বর ২০২০ ১১:২২:১৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। 

জম্মু-কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। বিএসএফের দাবি, নিহত ওই পাকিস্তানি অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসএফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে বলে ইন্ডিয়া টুডে জানিয়েছে। 

বিএসএফ সূত্রের খবর, সাম্বার চক ফকির আন্তর্জাতিক সীমান্তে এক ব্যক্তির গতবিধি সন্দেহজনক মনে হয়। পাকিস্তানের দিক থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। 

বিএসএফ সতর্ক করা সত্ত্বেও তা উপেক্ষা করে ওই ব্যক্তি কাঁটাতারের বেড়া বরাবর হাঁটতে থাকেন। একপর্যায়ে কাঁটাতার পার হয়ে ভারতীয় অংশে ঢুকে পড়ার চেষ্টা করেন। তখন বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই নিহত হন ওই পাকিস্তানি।

আরও পড়ুন