বাংলাদেশ, জাতীয়, রাজধানী, স্বাস্থ্য

বিএসএমএমইউয়ে ৩৪০ শয্যার করোনা ইউনিট চালু শনিবার

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২রা জুলাই ২০২০ ০৯:০৯:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ৩৪০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট আগামী শনিবার থেকে চালু হচ্ছে।

এরমধ্যে বিএসএমএমইউ-এর কেবিন ব্লকে ২২০ শয্যা এবং শাহবাগে বেতার ভবনে ১২০টি শয্যা থাকবে। বিএসএমএমইউ-এর করোনা ইউনিটে চিকিৎসক-নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য শয্যা বরাদ্দ থাকবে।

সোমবার (২৯শে জুন) বিএসএমএমইউ-এর মিল্টন অডিটোরিয়ামে আগামী ২০২০-২১ অর্থবছরের ৬০১ কোটি ৭৩ লাখ টাকার বাজেট ঘোষণা অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

তিনি বলেন, সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপনসহ আইসিইউ সুযোগ-সুবিধা বাড়ানোর কাজে করোনা ইউনিট চালু হতে দেরি হচ্ছে।

আরও পড়ুন