বাংলাদেশ, রাজধানী

বিএসএমএমইউ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ২৪শে জানুয়ারী ২০২২ ০৯:৩৭:৩০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধ‍ু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ডি-ব্লকের ১৭তলা বিল্ডিংয়ের ১৪ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

আজ সোমবার সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এই আগুন লাগে। তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার। 

তিনি আরও বলেন, আগুন লাগার খবর সন্ধ্যা ৬টা ২১ মিনিটে পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সদর দফতর থেকে ৩টি এবং পলাশী থেকে ২টি ইউনিট ইউনিট পাঠানো হয়। সন্ধ্যা পৌনে ৭টায় আগুন নির্বাপন করা হয়। এ সময় অনেকে তাড়াহুড়ো করে নিচে নামার চেষ্টা করেন।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধরনা করা হচ্ছে। আমি রাস্তায় আছি, হাসপাতালে যাচ্ছি। আমাদের লোকজন আগুন নিয়ন্ত্রণে এনেছে। ক্ষয়ক্ষতি বা ইনজুরি হয়নি।

আরও পড়ুন