বাংলাদেশ, অপরাধ, রাজধানী

'বিগো লাইভ ও লাইকি'র মাধ্যমে ১শ' কোটি টাকা পাচার

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই জুন ২০২১ ০২:২৫:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গত তিন বছরে লাইভ স্ট্রিমিং অ্যাপস 'বিগো লাইভ ও লাইকি'র মাধ্যমে অবৈধভাবে প্রায় ১শ' কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে।

রবিবার দুপুরে, এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির ডিআইজি জামিল আহম্মেদ।

তিনি জানান, বিগো লাইভ মূলত উঠতি বয়সের তরুণ এবং প্রবাসীরা ব্যবহার করে। এখানে যারা কাজ করে তারা নিয়মিত বেতন পায়। এ ঘটনায় পাঁজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, মোস্তফা সাইফ রেজা, আরিফ হোসেন, এসএম নাজমুল হক, আসমা উল হুসনা সেজুতি। তবে বিদেশী নাগরিকের নাম জানাতে পারেনি সিআইডি।

সিআইডির ব্রিফিংয়ে জানানো হয়, এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। 'বিগো লাইভ ও লাইকি'র মাধ্যমে মুদ্রা পাচারের সাথে জড়িত একজন বিদেশী নাগরিকসহ ৫ জনকে গ্রেপ্তারের পর এই একশ' কোটি টাকা পাচারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডি।

আরও পড়ুন