জাতীয়, বিজ্ঞান ও প্রযুক্তি

বিনামূল্যে টিএনটি সংযোগ প্রদান কার্যক্রম শুরু

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে অক্টোবর ২০১৯ ০১:০৮:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিটিআরসির পক্ষ থেকে মাত্র ৫৩ পয়সা রেটে বিনামূল্যে টিএনটি সংযোগ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

 এই কার্যক্রম চলবে ২০২০ সাল পর্যন্ত। আজ সোমবার এ কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। ২০২১-২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে এবং একই সময়ের মধ্যে ফাইভ জিও চালু হবে বলে জানান তিনি। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান তিনি।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কম্পানি লিমিটেড-বিটিসিএল'র 'ফ্রি টেলিকম সেবা' উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।এর মাধ্যমে বিটিসিএল'র ল্যান্ড ফোন সংযোগ বিনামূল্যে পাবেন সারা দেশের গ্রাহকরা। 

অনুষ্ঠানে ‘১ মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ খোলার কার্যক্রম উদ্বোধন করেন জয়। এছাড়া, বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট, টেলিটকের উদ্যোগে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদফতরের আইএসবিএন ও বোরকোড সেবা ও ওয়েবভিত্তিক অনলাইনকরণ, টেলিটকের টেলি পে-সেবা, এবং টেসিসের নতুন পণ্য ল্যাপটপ ও মোবাইল উদ্বোধন করেন তিনি।

 

 

 

আরও পড়ুন