ক্রিকেট

বিপিএলে দ্বিতীয় ম্যাচে লড়বে রংপুর রেঞ্জার্স-কুমিল্লা ওয়ারিয়র্স

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০১৯ ১০:৫২:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সপ্তম বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স।

বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে রংপুর রেঞ্জার্স ও কুমিল্লা ওয়ারিয়র্স। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায়। রংপুর অধিনায়ক মোহাম্মাদ নবী জানিয়েছেন, মুস্তাফিজ-তাসকিনে গড়া পেস অ্যাটাকে মিলবে বাড়তি সুবিধা। অন্যদিকে, এসএ গেমসের টি-টোয়েন্টি ক্রিকেট থেকে স্বর্ণ জয়ী ক্রিকেটারদের ওপর ভরসা রাখছে কুমিল্লা।

বাংলাদেশের কন্ডিশন নিজেদের ঘরের মতো চেনা মোহাম্মাদ নবীর। বহুদিন ধরেই খেলছেন এখানে। তাই রংপুরের দায়িত্ব বুঝে নিয়েই জানিয়েছেন নিজের আত্মবিশ্বাসের কথা।

রংপুরের অধিনায়ক মোহাম্মাদ নবী বলেন, 'আমি ৮-৯ বছর ধরেই প্রতি বছর বাংলাদেশে খেলছি। তাই কন্ডিশন সম্পর্কে জানি। আমাদের দলে দেশি ক্রিকেটারদের মধ্যে তরুণরা আছে, আছে অভিজ্ঞ বিদেশিরাও। আশা করি আমরা উইনিং কম্বিনেশন গড়তে পারব।'

দলে আছেন মুস্তাফিজ-তাসকিনের মতো পেসার। অফফর্মে থাকা কাটার মাস্টার কামব্যাক করবেন, সেই প্রত্যাশা প্রত্যেক টাইগার সমর্থকের মতো এখন মোহাম্মাদ নবীরও। সেই সঙ্গে, ব্যাটিংলাইনে নিজ দেশের মোহাম্মাদ শেহজাদ। আর ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ ভরসা তাদের। যদিও হোপকে পেতে দেরি হবে আরও।

মুস্তাফিজ খুব দ্রুত কামব্যাক করবে এমন আশা প্রকাশ করে রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মাদ নবী জানান, 'মুস্তাফিজ এখন কিছুটা খারাপ সময় কাটাচ্ছে। তাই বলে ওকে নিয়ে চিন্তার কারণ দেখি না। আশা করি এই আসরেই সে কামব্যাক করবে। এছাড়া বাকিদের নিয়েও আমরা আশাবাদী।'

রংপুরের প্রতিপক্ষ কুমিল্লা। এসএ গেমসের স্কোয়াডে থাকায় দলের বেশ ক'জন দলের সাথে অনুশীলন করতে পারেননি অন্যরা। তবে, টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে থাকায় তাদের নিয়ে আশাবাদী টিম ওয়ারিয়র্স।

আরও পড়ুন