জাতীয়, টেলিভিশন, সংস্কৃতি

বিবিসির আদলে 'মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ'

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩রা অক্টোবর ২০১৯ ১০:৩৪:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জনপ্রিয় মেধাভিত্তিক কুইজ প্রতিযোগিতা 'মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ'

আসছে ১৩ই অক্টোবর দুরন্ত টেলিভিশনের পর্দায় শুরু হতে যাচ্ছে জনপ্রিয় মেধাভিত্তিক কুইজ প্রতিযোগিতা 'মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ'। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ফুড ব্র্যান্ড চপস্টিক এর সৌজন্যে বিবিসি'র ফরমেটের এ কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠানের সঞ্চালনায় থাকছেন জনপ্রিয় সঞ্চালক নবনীতা চৌধুরী।

রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে দুরন্ত টেলিভিশন কর্তৃপক্ষ। প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার দর্শকরা উপভোগ করতে পারবেন এই ফ্যামিলি শো।

১৯৭২ সালে যুক্তরাজ্যে প্রথমবারের মতো মাস্টারমাইন্ড প্রতিযোগিতা প্রচারিত হয়। পরবর্তীতে গত পঞ্চাশ বছর ধরে যুক্তরাষ্ট্র, আস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ভারতসহ বিভিন্ন দেশে কুইজ ভিত্তিক ও রিয়েলিটি শো'র অসংখ্য সংস্করণ তৈরি হয়। এরই সবশেষ সংস্করণ 'মাস্টারমাইন্ড ফ্যামিলি বাংলাদেশ'।

আরও পড়ুন