বাংলাদেশ, অর্থনীতি

'বিমানবন্দরের পরিচ্ছন্নতায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২০শে সেপ্টেম্বর ২০২১ ০৫:৩৫:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করছে প্রায় হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী।

যার যার অবস্থান থেকে সচেতন না হলে পরিচ্ছন্ন রাখা সম্ভব না বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান আরও বলেন,'আমাদের এখানে পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যা যতই হোক না কেন, আমরা যার যার অবস্থানে থেকে সহযোগীতা না করলে সঠিকভাবে চালানো যাবে না। যদি আমরা সঠিকভাবে এটেনশন না দেই।' সোমবার সকালে বিমানবন্দরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি।

মফিজুর রহমান বলেন, পরিচ্ছন্নতার বিষয়ে যার কাজ তাকেই করতে হবে। আসন্ন শীত মৌসুমে যেন মশার উপদ্রব না হয় তার জন্য এখনই প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয়।

যাত্রী এবং বিমানবন্দরে কর্মরত প্রত্যেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ না নিলে বিমানবন্দর অপরিচ্ছন্নই থেকে যাবে বলেও মন্তব্য করেন তিনি। 

আরও পড়ুন