রাজধানী

বিমানবাহিনীর অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে অক্টোবর ২০২১ ১২:৪৮:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ বিমান বাহিনীর ৫০ বছর পূর্তি উপলক্ষে বিমান বাহিনী অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

আজ সকালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এসময় বিমান বাহিনী প্রধান বলেন, জাতীয় উন্নয়নের সাথে সংগতি রেখে বিমান বাহিনীর অপারেশনাল, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নের উপর গুরুত্ব দেয়া হচ্ছে।  

অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমান বাহিনীর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ১২তলা বিশিষ্ট এই অফিসার্স ক্লাবে থাকবে বাহিনীর কর্মকর্তাদের জন্য অত্যাধুনিক সুযোগ সুবিধা। ১৯৬৯-৭০ সালে প্রতিষ্ঠিত বিমান বাহিনী ঘাঁটি 'বাশার'-এ এই ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়।

১৯৭১ এ মুক্তিযুদ্ধের পর এই ঘাঁটি বাংলাদেশ বিমান বাহিনীর অফিসারদের মেস হিসেবে ব্যবহৃত হয়। 

আরও পড়ুন