ক্রিকেট

বিশ্বকাপের সুপার টুয়েলভে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে অক্টোবর ২০২১ ০৩:৪০:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের বিশ্বকাপের মূল পর্ব ঝুলে আছে নানান যদি, কিন্তুর উপরে।

বাস্তব বড়ই কঠিন। সেটার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম পর্বে দাপটের সাথে সব ম্যাচ জিতে সুপার টোয়েলভে খেলবে বাংলাদেশ। প্রত্যাশা তেমন থাকলেও শুরুর ম্যাচেই স্কটল্যান্ডের কাছে বাজে হারে কঠিন সমীকরণের সামনে টাইগাররা।

যত গর্জে তত বর্ষে না। ঘরের মাঠের বাঘরা বিশ্বকাপ মিশনে শুরু ম্যাচেই হয়েছে কুপোকাত। তাতেই পাল্টে গেছে সব হিসেব নিকেশ। 

ওমান পর্ব শেষ করে গ্রুপ সেরা হয়ে অনায়াশে আরব আমিরাতের বিমান ধরবে বাংলাদেশ ধারনা সবার তেমনই ছিল। কিন্তু স্কটল্যান্ডের কাছে হার দিয়ে শুরু হয়ায় এখন গ্রুপ সেরাতো পরের কথা মূল পর্বে যাওটাই পড়ে গেছে শঙ্কায়। 

মাহমুদউল্লাহদের পরের দুই ম্যাচ ওমান ও পাপুয়া নিউগিনির সাথে। সুপার টুয়েলভে যেতে দুটোই অবশ্যই জিততে হবে। সে সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকেও। কারণ, ওমান এবং স্কটল্যান্ডের অন্তত আরও একটি করে ম্যাচ জয়ের সম্ভাবনা আছে। সে ক্ষেত্রে বাংলাদেশ ২টা জিতলে তিন দলের পয়েন্ট হয়ে যাবে সমান ৪ করে। তখন রান রেটে যারা এগিয়ে থাকবে, তারাই যাবে সুপার টুয়েলভে।

অন্যদিকে স্কটল্যান্ড যদি তিন ম্যাচেই জিতে যায়, বাংলাদেশ যদি দুই ম্যাচ জেতে, তাহলে হয়তো মাহমুদউল্লাহ রিয়াদরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারবে না, রানারআপ হয়েই উঠতে পারবে সুপার টুয়েলভে। 
তবে, বাংলাদেশ যদি কোনোভাবে মঙ্গলবার ওমানের কাছেও হেরে যায়, তাহলে সুপার টুয়েলভে খেলা ছাড়াই ফিরে আসতে হবে দেশে।

আরও পড়ুন