আন্তর্জাতিক, অর্থনীতি

বিশ্ববাজারে ফের কমলো জ্বালানী তেলের দাম

ময়ূখ

ডিবিসি নিউজ

সোমবার ১লা জুন ২০২০ ০৫:৩৯:৫৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার প্রভাবে বিশ্ববাজারে আবারো কমলো জ্বালানী তেলের দাম । শুধু করোনাই নয় যুক্তরাষ্ট্রে বড়সড় বিক্ষোভসহ সারা বিশ্বে চলমান নানা অস্থিরতার কারণেই তেলের এই দরপতন।

সোমবার তেলের দাম প্রায় এক শতাংশ কমে। বর্তমানে ব্যারেলপ্রতি তেলের দাম ৩৫ মার্কিন ডলার। এর আগে, মে ও জুন মাসে তেল উৎপাদন কমিয়ে ৯৭ লাখ ব্যারেলে নামিয়ে আনার বিষয়ে একমত হয় ওপেক।

এ অবস্থায় তেল উৎপাদন কমানো নিয়ে আলোচনা করতে সদস্য রাষ্ট্রগুলোর সাথে বৈঠকে বসার কথা ভাবছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন-ওপেক।  

করোনা মহামারি ঠেকাতে বিভিন্ন দেশে লকডাউন জারি থাকায় চলতি বছরের শুরু থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে থাকে। এরই মধ্যে শুরু হয় সৌদি আরব ও রাশিয়ার মধ্যে তেলের দাম যুদ্ধ। আর এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে তেলের দাম ইতিহাসে প্রথমবারের মতো ঋণাত্নক হয়ে যায়।

আরও পড়ুন