আন্তর্জাতিক

বিশ্বে করোনায় আক্রান্ত প্রায় ৬৩ লাখ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ১লা জুন ২০২০ ০৭:১১:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বে করোনায় মোট আক্রান্ত প্রায় ৬৩ লাখ। গত কয়েকদিনের তুলনায় মৃত্যুহার কিছুটা কমেছে। গত ২৪ ঘন্টায় বিশ্বে ৩ হাজার ১৯১ জন প্রাণ হারিয়েছে। 

মোট মৃত্যু ৩ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। একদিনে সংক্রমিত হয়েছে এক লাখ আট হাজারের বেশি মানুষ। করোনাভাইরাসে এ পর্যন্ত ২৮ লাখ সাড়ে ৬২ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন।  

এদিকে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা কমেছে। দেশটিতে ৬৩৮ জনের প্রাণহানি আর ২০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মোট মৃত্যু এক লাখ ৬ হাজার ছাড়িয়েছে আর মোট সংক্রমণ ১৮ লাখ ৩৭ হাজারের বেশি।

করোনায় মৃত্যুর দিক থেকে বিশ্বে এখন চতুর্থ অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে গত ২৪ ঘন্টায় ৪৮০ জন প্রাণ হারিয়েছে আর সংক্রমিত হয়েছে ১৬ হাজার ৪শর বেশি মানুষ। দেশটিতে মোট মৃত্যু ২৯ হাজারের বেশি।

ইতালিতে লকডাউন শিথিল করা হলেও সংক্রমণ কমছে। তবে স্পেনে আরো ১৫ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে জরুরি অবস্থার মেয়াদ। 

আরও পড়ুন