অন্যান্য

বিশ্ব পরিবেশ দিবস আজ

ময়ূখ

ডিবিসি নিউজ

শুক্রবার ৫ই জুন ২০২০ ০৮:১৩:৫৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা সংকটে বিপর্যস্ত পরিস্থিতিতেই আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্য 'টাইম ফর নেচার' অর্থাৎ 'প্রকৃতির জন্য সময়'।

বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতিতে রক্ষার এখনই সময়, নয়তো ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে গোটা মানবজাতি। এবার পরিবেশ দিবসের আয়োজক দেশ কলম্বিয়া। জার্মানির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করবে তারা।  

সারা বিশ্বের জীববৈচিত্র্যের ১০ শতাংশই রয়েছে কলম্বিয়াতে। অ্যামাজন বনের একটি বড় অংশই পড়েছে দেশটিতে। কলম্বিয়া বলছে, তাদের প্রায় ১০ লাখ জীববৈচিত্র্য ধ্বংসের মুখে।

যেকোন মূল্যে জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে এখনই। ১৯৭২ সালে জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির উদ্যোগে প্রতি বছর সারা বিশ্বে ৫ই জুন দিবসটি পালন করা হয়ে থাকে।

আরও পড়ুন