বাংলাদেশ, ভ্রমণ, জেলার সংবাদ

বিশ্ব পর্যটন দিবস আজ, এবারের প্রতিপাদ্য 'গ্রামীণ উন্নয়নে পর্যটন'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৭শে সেপ্টেম্বর ২০২০ ১০:৪৬:২৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা মহামারির কারণে দেশের পর্যটন খাতে নেমে এসেছে মারাত্মক ধস। স্বাস্থবিধি মেনে বেশ কয়েকটি পর্যটনকেন্দ্র খোলা হলেও, বন্ধ আছে বেশিরভাগ। এই বাস্তবতায় 'গ্রামীণ উন্নয়নে পর্যটন' প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস।   

করোনার আঘাতে অন্যতম ক্ষতিগ্রস্ত খাত পর্যটন। এমন বাস্তবতায় এবারের প্রতিপাদ্য 'গ্রামীণ উন্নয়নে পর্যটন' । স্বাস্থ্যবিধি মেনে এরইমধ্যে খুলেছে কয়েকটি পর্যটনকেন্দ্র।  তবে, এখনো বন্ধ আছে বেশিরভাগ। এ অবস্থায় চরম ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশের পর্যটনখাত।

৫মাস পর ১৭ই আগস্ট খুলেছে কক্সবাজারের পর্যটনকেন্দ্রগুলো। দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতির মুখে সেখানকার পর্যটন শিল্পে জড়িতরা। কক্সবাজার অঞ্চল কার্যালয় ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক পিন্টু কুমার রায় বলেন, পর্যটকদের নিরাপত্তা দেবার জন্য ট্যুরিস্ট পুলিশ কক্সবাজবাজার রিজিওন ২৪ ঘন্টা এখানে দায়িত্বরত থাকেন।'

খাগড়াছড়ির আলুটিলা পাহাড়, জেলা পরিষদ পার্ক, ঝুলন্ত সেতুসহ সব পর্যটনকেন্দ্রগুলো খুলেছে ২৮শে আগস্ট। তবে, এখনো স্বাভাবিক হয়নি ভ্রমণ পিপাসুদের আনাগোনা। ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও নেই ক্রেতার দেখা। ব্যবসায়ীরা বলেন, প্রতিদিন পনেরো বিশ হাজার এমন সেল হতো, সেখানে এখন একহাজার বা এগারোশত টাকা এমনকি কোনদিন একটা কফিও বিক্রি করতে পারছি না।'

এদিকে, কয়েকমাস বন্ধের পর রাঙামাটির পর্যটন স্পটগুলো খুলে দেওয়ায় আগমন ঘটছে কিছু পর্যটকের। রাঙামাটি সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন,'বন্ধের দিনে এখন সব সময়ই পর্যটক আসছেন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমি সকলকে আহ্বান জানাচ্ছি সাজেক ঘুরে যাবার জন্য।'

এখনো দর্শনার্থীদের প্রবেশের অনুমতি মেলেনি সুন্দরবনে। ফলে বিপাকে এই শিল্পের সঙ্গে জড়িতড়া। তবে,মন্ত্রণালয়ের নির্দেশনা আসা মাত্রই এই অনুমতি দেয়ার কথা জানিয়েছে বনবিভাগ। খুলনা অঞ্চল বন সংরক্ষক মোহাম্মদ মঈনুদ্দিন খান জানান,'স্বাস্থ্যবিধি মেনে ভ্রমনের অনুমতি যদি সরকার দেন তবে খুলে দেয়া হবে। আমরাও সরকারের নির্দেশনা মতো কাজ করবো।'

করোনার স্থবিরতা কাটিয়ে মৌলভীবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানে সমাগম বেড়েছে পর্যটকদের।  আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আগমনের অনুমতি দিয়েছে প্রশাসন।  

আরও পড়ুন