আন্তর্জাতিক, এশিয়া

বিশ্ব শিশু দিবস পালন করবে না ইউনিসেফের আফগান শাখা

Faruque

ডিবিসি নিউজ

শনিবার ২০শে নভেম্বর ২০২১ ০৪:২৯:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্ব শিশু দিবস উপলক্ষে সব ডিজিটাল প্ল্যাটফর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের আফগানিস্তান শাখা।

এছাড়া দিবসটি উদযাপনে দেশটির গুরুত্বপূর্ণ ভবনগুলি নীল রঙ ধারণ করলেও এবার কালো রঙ ধারণ করেছে। আফগানিস্তানে ক্রমবর্ধমান মানবিক সংকটের জেরে আফগান শিশুদের সাথে একাত্বতা প্রকাশ করতেই এ সিদ্ধান্ত নেয় সংগঠনটি। শনিবার এক বিবৃতিতে ইউনিসেফের আফগানিস্তান শাখা জানায়, ২০ নভেম্বর সারা বিশ্বব্যপী বিশ্ব শিশু দিবস উদযাপনের সাথে আফগানিস্তানে দিবসটি পালিত হবেনা। আফগানিস্তানে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি অ্যালিস আকুঙ্গা শিশুদের অধিকার রক্ষায় ও মানবিক সংকট নিরসনে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন