জাতীয়, জেলার সংবাদ, রাজধানী

বুধবার থেকে সারা দেশে কাভার্ডভ্যান-ট্রাকের ধর্মঘট

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ১২:০৮:২৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নতুন সড়ক পরিবহণ আইন সংশোধনের দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে কাভার্ডভ্যান-ট্রাকের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ট্র্যাক কার্ভাডভ্যান পন্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

আজ মঙ্গলবার সকালে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে এক সংবাদ সম্মেলনে পরিষদের আহবায়ক রুস্তম আলী খান বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ পরিবহন শিল্পকে ধ্বংসের একটি সুক্ষ নীলনকশা।

তিনি বলেন, সড়ক দূর্ঘটনায় জামিন অযোগ্য ধারায় মামলা হলে ভবিষ্যতে চালকের সঙ্কট আরো তীব্র হবে। আইনে জরিমানা ধরা হয়েছে ২৫০০০ টাকা। একজন চালক তার ২ মাসের বেতন দিয়েও জরিমানা পরিশোধ কনতে পারবেন না।

এছাড়া নানা অসঙ্গতি তুলে ধরে সড়ক পরিবহন আইনের ৯ দফা সংশোধন দাবি করেছে বাংলাদেশ ট্রাক কার্ভাডভ্যান পন্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দাবি না মানা পর্যন্ত অনিদির্ষ্টকালের ধর্মঘট চলবে বলে জানান নেতারা।

আরও পড়ুন