জাতীয়, জেলার সংবাদ

বুলবুলের আঘাত: সুন্দরবনে কোটি টাকার ক্ষতি

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২১শে নভেম্বর ২০১৯ ০২:৪৯:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সুন্দরবনের পশু-প্রাণির কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হলেও প্রায় পাঁচ হাজার গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বন বিভাগের বেশ কিছু অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সব মিলিয়ে বুলবুলের প্রভাবে সুন্দরবনের ক্ষতি ১ কোটি ১৩ লাখ ২১ হাজার ৯শ’ টাকা। সুন্দরবনে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি নিয়ে বন বিভাগের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গত ১০ই নভেম্বর, সকালে ঘুর্ণিঝড় বুলবুল অতিক্রম করে সুন্দরবন হয়ে উপকূলীয় এলাকা। বন বিভাগের প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়: বুলবুলের আঘাতে সুন্দরবনের মারাত্মক কোনও ক্ষতি হয়নি। তবে, পশ্চিম বিভাগে ৪ হাজার ৯৮৯টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার আর্থিক ক্ষতি ৬২ লাখ ৮৫ হাজার টাকা। অপরদিকে, অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ৫০ লাখ ৩৭ হাজার টাকা।

এদিকে, বুলবুলের আঘাত পূর্ব সুন্দরবনে তেমন একটা ছিলো না। তারপরও যাচাই-বাছাই করে পূর্ব সুন্দরবনে ৫৮৭টি গাছপালা ক্ষতির আলামত পাওয়া গেছে। আর, অবকাঠামোগত ক্ষতির পরিমাণ ৩৯ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া, বুলবুলের আঘাতে বনের মধ্যে ৬টি আবাসিক ভবন, ১৭টি অনাবাসিক ভবন, ১০টি জেটি, ৩টি জলযান, ১৯টি অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে সুন্দবনের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হলেও বাস্তবে তেমন ক্ষতি হয়নি।

প্রাকৃতিকভাবেই ঝড়ের ক্ষতি পোষানোর ক্ষমতা আছে সুন্দরবনের। সেজন্য সুন্দরবনকে সময় দেওয়া প্রয়োজন বলে মনে করেন পরিবেশবিদরা।

আরও পড়ুন