আন্তর্জাতিক, ভারত

বুলবুলের প্রভাব ভারতের উপকূলে সুপেয় পানির সঙ্কট

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বুধবার ১৩ই নভেম্বর ২০১৯ ১০:৫৪:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

অন্তত দেড় হাজার বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ এখনও স্বাভাবিক হয়নি। যে কারণে সরবরাহ করা যাচ্ছে না বিশুদ্ধ পানি।

কয়েক জায়গায় পানি বিশুদ্ধ করতে জেনারেটর বসানো হয়েছে।  খাবার পানি সংগ্রহ করতে সেখানে ভিড় করেন স্থানীয়রা।

বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে আরও বেশ কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া ক্ষতিগ্রস্তদের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী এখনও পৌঁছায় নি বলেও অভিযোগ আছে।

এদিকে, বুলবুলের আঘাত এখনও কাটিয়ে না ওঠায় সুন্দরবনে রবিবার পর্যন্ত পর্যটকদের যাতায়াত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বুলবুলের প্রভাবে পশ্চিমবঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ থেকে ১৯ হাজার কোটি রুপিতে দাঁড়াতে পারে।

আরও পড়ুন