জাতীয়, জেলার সংবাদ

বুলবুলে আর্থিক ক্ষতি ২৬৩ কোটি ৫ লাখ টাকা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই নভেম্বর ২০১৯ ১২:১৬:৩৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঘূর্ণিঝড় বুলবুলে ১৬ জেলায় ২৬৩ কোটি ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ হাজার ৮৩৬ হেক্টর কৃষি জমি এবং ৭২ হাজার ২১২ টন ফসল। আর আক্রান্ত কৃষকের সংখ্যা সাড়ে ৫০ হাজার। সকালে সচিবালয়ে এসব তথ্য জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

মন্ত্রী বলেন, 'ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কৃষকদের বর্ণিত ক্ষয় ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা অব্যাহত রয়েছে। পুনরবাসনের প্রস্তুতি চলছে। অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ প্রাপ্তির পর যথা সম্ভব দ্রুত ক্ষতিগ্রস্থ এলাকায় কৃষি পুনরবাসন কর্মসূচী গ্রহণ করা হবে।'

এ সময় তিনি আরও বলেন, 'অতিরিক্ত কৃষি পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নেরও প্রস্তুতি চলছে।

আরও পড়ুন