জাতীয়

বুয়েটের আবরার হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৩০শে জানুয়ারী ২০২০ ০৪:৫৪:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ই ফেব্রুয়ারি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৭ই ফেব্রুয়ারি ঠিক করেছে আদালত।

বৃহস্পতিবার সকালে, ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ দিন ঠিক করেন।

আজ বৃহস্পতিবার কারাগার থেকে ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের দিন ঠিক থাকলেও বিচারিক আদালত ঠিক না হওয়ায় অভিযোগ গঠনের নতুন তারিখ ঠিক করেন। এর আগে ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।  মামলায় অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারে নাম রয়েছে ১৯ জনের।

গত বছর ৬-ই অক্টোবর বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা।  পর দিন আবরারে পিতা বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন।
 

আরও পড়ুন