আন্তর্জাতিক, ভারত

বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই, ২২ জেলায় সতর্কতা জারি

Hafijul Haque Ujjal

ডিবিসি নিউজ

শুক্রবার ২৬শে নভেম্বর ২০২১ ০২:২৫:১১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারি বৃষ্টিতে আবারও বিপর্যস্ত ভারতের চেন্নাই। তামিলনাড়ুর পাঁচটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এছাড়াও বৃষ্টিতে বেশ কিছু এলাকা তলিয়ে যাওয়ায় ২২টি জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এরইমধ্যে নাগাপাত্তিনাম সহ বেশ কয়েকটি জেলায় ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। 

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাটসহ বেশ কয়েকটি ভবন। তলিয়ে গেছে ৫০ হাজার হেক্টরের বেশি ফসলি জমি।  নদীর পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বন্যার প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্যটির কর্তৃপক্ষ। গেল অক্টোবর থেকে রাজ্যটিতে বৃষ্টিপাতের কারণে আড়াই হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

আরও পড়ুন